চাঁদপুর জেলা জজ আদালতে ৩ মাসে ৭শ’ ৯০ মামলা নিস্পত্তি

লেখক:
প্রকাশ: ৫ years ago

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানী ও ফৌজদারীসহ ৭শ’ ৯০টি মামলার নিস্পত্তি হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব মামলার নিস্পত্তি হয়। এর মধ্যে দেওয়ানী মামলার নিস্পত্তি হয়েছে ৮৯টি এবং ফৌজদারী মামলা নিস্পত্তি হয়েছে ৭শ’ ১টি।

শনিবার (৩০ নভেম্বর) চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের ত্রৈমাসিক বিচারকার্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থাপন করা প্রতিবেদন থেকে এসব তথ্য জানাগেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেওয়ানী মামলা নিস্পত্তি হয় ৮৯টি। এর মধ্যে গত ৩ মাসে নিস্পত্তি হয় ২৭টি দেওয়ানী আপিল মামলা, ২৭টি অর্পিত আপীল মামলা, ১টি মানী আপিল মামলা, ৭টি পারিবারিক আপিল মামলা, বিবিধ আপিল মামলা ১৪টি, সিভিল রিভিশন মামলা ১১টি ও বিবিধ মামলা ২টি।

ফৌজদারি মামলা নিস্পত্তি হয় ৭০১টি। এর মধ্যে এসসি ২৮টি, এসটিসি ১টি, ফৌজদারী আপিল মামলা ১২৩টি, ফৌজদারী রিভিশন ৯৬টি, ফৌজদারি বিবিধ মামলা ৪৩৫টি।

বর্তমানে দেওয়ানী মামলা বিচারাধীন রয়েছে ৬৭৪টি এবং ফৌজদারী মামলা বিচারাধীন রয়েছে ২হাজার ৬শ’ ৩টি।