 
                                            
                                                                                            
                                        
গত কয়েক বছর ধরেই খণ্ড নাটকের পাশাপাশি চ্যানেলগুলো ঈদের সাত দিনের বিশেষ ধারাবাহিকও প্রচার করছে। এসব নাটকের মধ্যে মোশাররফ করিম অভিনীত নাটকই বেশি প্রচার হতে দেখা যায়। কয়েক বছর ধরে এ অভিনেতাকে নিয়ে সাগর জাহান নির্মাণ করে আসছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘মাহিন সিরিজ’।
চলতি ঈদেও হাজির থাকছে মাহিন। এবারে প্রচার হচ্ছে এ সিরিজের নাটক ‘মাহিনের রূপবান বিয়ে’। জানা গেছে, মাহিন সিরিজের এটিই শেষ নাটক। এরপর এ সিরিজ নিয়ে পরিচালক আর কোনো নাটক বানাতে আগ্রহী নন। তাই এবারের সিরিজটি নিয়ে বেশ আগ্রহী দর্শকরাও। ঈদের দিন থেকে শুরু হয়েছে নাটকটির প্রচার। এরইমধ্যে সেটি বেশ আলোচনায় এসেছে।
এই নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বরাবরের মতো মাহিনের এবারের সিরিজেও থাকছে ঈদের আনন্দ। নাটকটি দর্শকরা পছন্দ করছেন। বাকী পর্বগুলোও দর্শকের ভালো লাগলেই আমি স্বার্থক।’
নাটকটি ঈদের দিন থেকে প্রতিদিন আরটিভিতে প্রচার হচ্ছে রাত ৯টা ৩৫ মিনিটে।