বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অনুষ্ঠিত তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলে চারজন মুসল্লি মারা গেছেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাহফিল কম্পাউন্ডে নির্মিত অস্থায়ী হাসপাতালে তারা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কেএম শরীয়াতুল্লাহ।
তিনি জানান, তিন দিনব্যাপী চরমোনাই মাহফিলে শুক্রবার বাকেরগঞ্জের আবু হানিফ হাওলাদার (৬৯) ও মাদারীপুরের মো. মামুন (৪৭) মারা যান। এরপর শনিবার চাঁদপুরের তাজুল ইসলাম গাজী (৬২) এবং রোববার পিরোজপুরের কাশেম আলী (৭৫) ইন্তেকাল করেছেন।
তারা সকলেই চরমোনাই মাহফিল কম্পাউন্ডে মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিতে নির্মিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কেএম শরীয়াতুল্লাহ।