 
                                            
                                                                                            
                                        
চট্টগ্রামে নগরের সদরঘাট থানা এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে থানার বাংলাবাজার পানগলি এলাকায় অবস্থিত ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।