চঞ্চল-তিশার ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনারত ইসতিয়াক জাফর মায়ের জরুরি ফোন পেয়ে ছুটছে গ্রামের বাড়িতে। বাসে সে চুপচাপ বসে আছে। তার অপর পাশের সিটে একজন বয়স্ক লোক। তার পাশে একজন সুন্দরী মেয়ে। মেয়েটার মুখ চিন্তার ছাপে ভরা।

সন্ধ্যায় ফেরিঘাটে আসার পর ইসতিয়াক পড়ে মহাবিপদে। ফেরিঘাটে স্ট্রাইক চলছে। এদিকে রাত হয়ে যাওয়ার কারণে ঘাটের পাশে সুগন্ধি বোর্ডিংয়ে ওঠে সে। যখন ঘুমাতে যাবে ঠিক তখনই দরজায় নক পড়ে। ইসতিয়াক দরজা খুলে দেখে একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে হেল্প চাইছে।

ইসতিয়াককে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রুমের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বোর্ডিংয়ের নিচ থেকে বিভিন্ন বোর্ডারের কণ্ঠ শোনা যায়। তারা পুলিশ পুলিশ বলে ছোটাছুটি করছে। ইসতিয়াকের দরজায় আবার নক হয়। দরজা খুলে দেখে পুলিশের দল দাঁড়িয়ে আছে। এরপর আরো বিচিত্র ঘটনা ঘটতে থাকে। সেসব নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, আশিষ খন্দকার প্রমুখ।

আরটিভিতে নাটকটি প্রচার হবে আজ ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৩৫ মিনিটে।