 
                                            
                                                                                            
                                        
ভোলার লালমোহনে গাঁজাসহ খালেদা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত খালেদা বেগম ঐ এলাকার মিজানের স্ত্রী।
লালমোহন থানার এসআই নূরুউদ্দিন বলেন, খালেদা ও তার স্বামী মিজান মিলে নয়ানীগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে খবর পাই খালেদার বসতঘরে মাদক রয়েছে। পরে তার বসতঘরে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় খালেদাকে আটক করতে পারলেও তার স্বামী মিজান ঘর থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, আটককৃত খালেদার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।