গৌরনদীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৭

লেখক:
প্রকাশ: ৭ years ago

জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের কেবলার ভিটা নামক স্থানে গাছের আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। গুরুতর আহত দুইজনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর পাঁচজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেবলার ভিটায় নিজেদের গাছে আম পারতে যায় একই গ্রামের আলমগীর হাওলাদার ও বেল্লাল হাওলাদার। এসময় একই এলাকার আদম আলী হাওলাদারের বখাটে পূত্র তুহিন হাওলাদার তাদের আম পারতে বাধা দিলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডার একপর্যায়ে ঘটনাস্থলে ছুটে আসে আলমগীর হাওলাদারের বাড়ীর হেমায়েত হাওলাদার, এনায়েত হাওলাদার ও ইদ্রিস হাওলাদারসহ কয়েকজন।

এসয়ম তুহিনের পক্ষের লোকজনও সেখানে জড়ো হইলে উত্তেজনার সৃষ্টি হয়। পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহত ইদ্রিস হাওলাদার জানান, আলমগীর হাওলাদারের সাথে বাগবিতন্ডা হইলে ঘটনার বিস্তারিত জানার জন্য কেবলার ভিটায় গেলে কাঞ্চন হাওলাদার, তুহিন হাওলাদার, আদম আলী হাওলাদার, দাদন হাওলাদারসহ ১০/১২জন মিলে আতুর ও লোহার রড নিয়ে তাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। হামলায় আলমগীর হাওলাদার, হেমায়েত হাওলাদার, এনায়েত হাওলাদার, ইদ্রিস হাওলাদার, বেল্লাল হাওলাদার, রবিউল হাওলাদার গুরুতর আহত হয়। এসময় পাল্টা হামলায় প্রতিপক্ষের আদম আলী হাওলাদার আহত হন। গুরুতর আহত হেমায়েত ও আলমগীর হাওলাদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।