 
                                            
                                                                                            
                                        
লক্ষ্যটা অনেক বড় ছিল, ৩৫৮ রানের। সংযুক্ত আরব আমিরাত খুব সহজেই হার মেনে নেবে, মনে করেছিলেন সবাই। না, এমন হয়নি। টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করেছে আইসিসির সহযোগী দেশটি। প্রায় তিনশোর কাছাকাছি গিয়ে ম্যাচটি তারা হেরেছে ৬০ রানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৯৭ রানে থেমে আরব আমিরাত। দলের পক্ষে অপরাজিত সেঞ্চুরি করেন রমিজ শাহজাদ। ১০৭ বলে ৯ বাউন্ডারি আর ৪ ছক্কায় হার না মানা ১১২ রান করেন তিনি।
এর আগে ক্রিস গেইল আর সিমরন হেটমেয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৩৫৭ রানের বড় পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯১ বলে ১২৩ রান করেন গেইল, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটিং দানব।
হেটমেয়ারও কম যাননি। ৯৩ বলে ১২৭ রান করেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংসটি ছিল ১৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় সাজানো।