(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নে করোনা প্রতিরোধের গণটিকার ২য় ডোজ কার্যক্রমের কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার।
গত ৭ আগষ্ট সারাদেশে বিনামূল্যে করোনা প্রতিরোধের টিকা প্রদান কার্যক্রম এর অংশ হিসেবে উপজেলার এসব ইউনিয়নে গণটিকা দান কার্যক্রম শুরু হয় সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনা প্রতিরোধের টিকার ২য় ডোজ প্রদান করা হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, প্রথম ডোজ টিকা সম্পন্ন করার পর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত না হওয়ায় জনগনের মধ্যে এ টিকা গ্রহণে আগ্রহের সৃষ্টি হয়। প্রথমবারের মতই এলাকার লোকজন আগ্রহের সাথে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করতে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে আসেন।
তিনি আরো বলেন, গলাচিপা উপজেলার ১২ ইউনিয়নে প্রথম ডোজ শেষে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা প্রদান করা হচ্ছে। এদিকে উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদের কেন্দ্রের টিকা দান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জনগণের উদ্দেশ্যে বলেন, সবাই টিকা নিন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।