খুলনার দাকোপে দিনব্যাপী বাজার মনিটরিং, জনসমাগম রোধ ও মোবাইল কোর্ট পরিচালনা।

লেখক:
প্রকাশ: ৫ years ago

দাকোপ প্রতিনিধিঃ খুলনা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ হেলাল হোসেন এর তত্বাবোধনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদু”দের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং ও জন সমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে আজ ২২ এপ্রিল বুধবার সকাল ৯ টার দিকে উপজেলা সদর চালনা বাজারে প্রচুর লোক সমাগম ঘটায় উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ তারিফ-উল হাসান চালনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ তারিফ-উল হাসানের উপস্থিতি টের পেয়ে জন সমগম ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় সামাজিক দুরুত্ব বাজায় না রাখার কারনে চালনা বাজারের আশরাফ হোসেন, বলয় সাহা ও সুমন গাজী কে দন্ড বিধি ১৮৬০এর ২৬৯ ধারা মোতাবেক মোট ১২০০/= শত টাকা আর্থিক জরিমানা করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্ট লাউডোব ইউনিয়নের খুঠাখালি বাজার পরিদর্শন শেষে

লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজিত কুমার রায়ের উপস্থিতিতে লাউডোব চড়ারবাধেঁ সচেতনতা বার্তা প্রচার করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য বলা হয়। অপ্রয়োজনীয় জনসমাগম না করার জন্য সতর্ক করা হয়, অধিক মূল্যে পন্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা-কাটা করার জন্য বলা হয়। সকলে সচেতন হলেই কেবলমাত্র এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি আরো বলেন করোনার বিস্তার রোধে কোয়ারেন্টাইন প্রক্রিয়া মেনে চলবেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু ইউছুপ, ভূমি অফিসের পেশকার মমিনুল ইসলাম ও থানা পুলিশের অফিসার ও সঙ্গীয় ফোর্স।

মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী হাকিম মোঃ তারিফ-উল হাসান জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।