খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার জুলফিকার আলী হায়দার

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার। সোমবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল মহানগরে বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে কমিশনার হিসেবে  দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে- সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন, পিবিআই’র অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

গত ২৭ আগস্ট খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ’র পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।