খালেদা জিয়ার তিন জামিন আবেদন রোববারের কার্যতালিকায়

লেখক:
প্রকাশ: ৭ years ago

কুমিল্লার হত্যার একটি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টে জামিন হবে কি-না সে বিষয়ে রোববার আদেশের জন্য দিন ধার্য রয়েছে। একই সঙ্গে কুমিল্লায় একটি নাশকতা ও নড়াইলে মানহানির অপর একটিসহ মোট দুই মামলা শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। সে হিসেবে তিনটি মামলা রোববার দৈনন্দিন কার্যতালিকায় ১, ২ ও ৩ নম্বরে রয়েছে।

এর আগে গত রোববার কুমিল্লার হত্যা ও বিস্ম্ফোরক আইনে দুটি এবং নড়াইলের একটি মানহানিসহ তিনটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
এ ছাড়া আগামীকাল সোমবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মানহানি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে করা দুটি পৃথক মামলায় খালেদা জিয়ার করা জামিন আবেদনের ওপর হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির জন্য এসব মামলাসহ মোট ছয়টি মামলায় জামিন নিতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। পাশাপাশি চারটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহার করতে হবে। এরই মধ্যে একটিতে আদালত খালেদার হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন।