কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন দেখে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্টেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি।
এ সময় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ক্ষয়-ক্ষতি এবং এ দুটো স্টেশন পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মেট্রারেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা আন্দোলনকারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউনের মধ্যে গত ১৮ জুলাই মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়। মিরপুর-১০ এর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর ডিএমটিসিএল এ সিদ্ধান্ত নিয়েছিল। পরদিন সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় নাশকতাকারীরা। তারা টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ অনেক কিছু গুঁড়িয়ে দেয়। নিয়ে যায় অনেক মূল্যবান জিনিস। একই দিনে একইভাবে পল্লবী ও মিরপুর-১১ এর মেট্রোরেল স্টেশনে হামলা হয়। সেখানেও অনেক ক্ষতি হয়েছে। এর পর থেকে আজ পর্যন্ত আর মেট্রোরেল চলেনি রাজধানীতে।
এই হামলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণে ডিএমটিসিএল আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব মো. জাকারিয়াকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএমটিসিএলের ব্যবস্থাপক (অপারেশন) ইফতেখার হোসেনকে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।