মোরশেদ আলম, যশোর প্রতিনিধি।যশোরের কেশবপুরে টানা ৪৪ দিন পর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকানপাট আজ রোববার (১০ই মে) খুলেছে।
সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত
কেশবপুর এ মার্কেট ও দোকানপাট খোলা ছিল।
কেশবপুর মধূ সড়ক এর কিছু ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় যে
সকালের দিকে মার্কেটে, দোকানে, রাস্তাঘাটে কিছু লোক থাকলেও বেলা ১২ টার পর থেকে লোকোশূন্য হতে থাকে বাজার।
ব্যবসায়ীরা আরো বলেন ক্রেতা-বিক্রেতা উভাই সচেতনতা মেনেই ক্রয় বিক্রয় করছে।
কিন্তু আজ প্রথম দিনে ব্যবসা তেমন ভালো যায়নি, ব্যবসায়ীরা দোকানেও মার্কেটে বসে দুপুরের পর থেকে ক্রেতার অপেক্ষায় অবসর সময় কাটিয়েছে। আর বিকাল ৪ টা বাজার সাথে সাথে তারা দোকান বন্ধ করে দিয়েছে।
ব্যবসায়ীরা আশা করছে হয়তো ২-৩ দিন পর তাদের ব্যবসা একটু ভালো যাবে।
পাশাপাশি তারা এটাও বলেছে ব্যবসা যেমনি যাক সরকারি সব বিধিনিষেধ ও সচেতনতা মেনে তারা ব্যবসা করবে।