 
                                            
                                                                                            
                                        
কালরাতের প্রথম প্রহর স্মরণ করে গণহত্যা দিবসে রোববার রাত ৯টা এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) ছিল সারা দেশ।
এ সময় সারাদেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখা হয়।
জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে গতবছর ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।
বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।