 
                                            
                                                                                            
                                        
সিরাজগঞ্জের কাজীপুরে ট্রাকচাপায় জান্নাতুল জীম মনি (৯) নামে এক শিশু নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী চাররাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের জাহিদুল ইসলাম শরিফের মেয়ে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, মেঘাই থেকে একটি খালি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১৮-২০২৭) সোনামুখীর দিকে যাচ্ছিল। দুপুর আড়াইটার দিকে থানা থেকে আধা কি.মি. দূরে পাইকরতলী চার রাস্তা নামক স্থানে পৌঁছালে ওই শিশু ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।