 
                                            
                                                                                            
                                        
রাজধানী কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন দুজন। তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা হলেন- আনোয়ার হোসনের (২১) ও আক্তার হোসেন (১৯)।
এর মধ্যে আনোয়ারের শরীরের ৭৫ শতাংশ পুড়ে। আক্তার হোসেনের শরীরের ৪০ শতাংশ পুড়েছে।
কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লাগে। আগুনের খবরে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়।
এক ঘণ্টারও বেশি সময় কাজ করে রাত ১১টা ১০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।