বিশ্বকাপ ফুটবল খেলা উন্মাদনায় মেতেছে পটুয়াখালীর কলাপাড়ায় মানুষ। সোমবার বিকfল সাড়ে ৪টায় পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকরা বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা করেন।
হেলিপ্যাড মাঠ থেকে শুরু করে এ শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। গানের তালে মেতে ওঠেন অনেকে। এলাকার বাসা-বাড়ি থেকে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ তা উপভোগ করেন।
আর্জেন্টিনা ভক্তদের বিশ্বাস, এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ঘরে নেবে বহু আকাঙিক্ষত কাপটি।
শোভাযাত্রায় অংশ নেওয়া জানিব নামে এক ভক্ত জানান, তিনি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত। এখনতো ম্যাসি আছেই। এ শোভাযাত্রায় সমর্থকরা ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন বলে তিনি জানান।
এদিকে, সাগরপারের কলাপাড়া, কুয়াকাটা, মৎস্যবন্দর মহিপুর আলিপুরসহ বিভিন্ন ইউনিয়নে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে। তবে অন্য কয়েকটি দলেরও অল্পসংখ্যক ভক্ত রয়েছেন।