আবারো ভারতের কর্নাটকের চিত্রদুর্গার একটি স্কুলে মিডডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ জনের বেশি শিক্ষার্থী। আজ বুধবার স্কুলে মিডডে মিলখেয়ে পেটের সমস্যার সঙ্গে বমি শুরু হয় শিক্ষার্থীদের।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, অসুস্থদের দ্রুত ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাাতলে। এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে।
যদিও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট দু’শ শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে। যাদের মধ্যে আজ মিডডে মিল খাবার পর অসুস্থ হয়ে পড়ে ২০ জন। একজন অভিভাবকের অভিযোগ, খাবারে টিকটিকির দ্বারা বিষক্রিয়া হয়েছে। যার জেরে ছাত্ররা অসুস্থ হয়েছে।
যদিও বিষক্রিয়ার এই অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। আজ মিডডে মিলে ছাত্র-ছাত্রীদের ভাত, ডাল এবং তরকারি পরিবেশন করা হয়। যা খেয়েই অনেকের পেট ব্যাথা ও বমি শুরু হয়। এরপরই দ্রুত অসুস্থ ছাত্র-ছাত্রদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত জুলাই মাসে টাডাপল্লি শহরে একইভাবে রামকৃষ্ণ মিশনের একটি স্কুলে মিডডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২০ জন শিক্ষার্থী।