 
                                            
                                                                                            
                                        
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ওয়ার্ডে ২২ হাজার ৮৯২ জনকে করোনাভাইরাস প্রতিরোধী অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে এ টিকা দেওয়া হয়। প্রথম ধাপে এ টিকাদান কার্যক্রম ২৩-২৫ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
তিনি জানান, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বসবাসরত নিম্নআয়ের বাসিন্দাদের জন্য এই করোনা টিকা ক্যাম্পেইন আয়োজন করা হয়। গত ২৩ থেকে ২৫ নভেম্বর এবং ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা এখন দ্বিতীয় ডোজে নিতে পারবেন।
তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে একটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে ওই সময়ের মধ্যে কেউ টিকা নিতে না পারলে পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকাভুক্ত পাঁচটি নগর মাতৃসদন ও দুটি হাসপাতাল (ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং ঢাকা মহানগর শিশু হাসপাতাল) থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
এদিকে গত ২৩ নভেম্বর ১২ হাজার ৩৮৫ জন পুরুষ ও ১৩ হাজার ৭৮১ জন নারীকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।