ওয়েস্ট ইন্ডিজ বলছে, লক্ষ্য ২০০ হলে কঠিন হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার শেন ডাউরিচ বলছেন, বাংলাদেশ ২০০ রানের বেশি লক্ষ্য দিলেই তাঁদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। অভিষেকেই ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান বলছেন, যে পুঁজিই পান, লড়বেন তাঁরা

সংবাদ সম্মেলনকক্ষ পরিপূর্ণ দেখে শেন ডাউরিচ অবাক হলেন নাকি মজা পেলেন, ঠিক বোঝা গেল না। মিটিমিটি হাসলেন দলের মিডিয়া ম্যানেজারের দিকে তাকিয়ে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, ২৭ বছর বয়সী ক্যারিবীয় উইকেটকিপারের মুখে হাসি থাকাটা অস্বাভাবিকও নয়।

তবে ডাউরিচ মানছেন, ১৩৩ রানে এগিয়ে থাকা বাংলাদেশ যদি লিড ২০০ রানের ওপরে নিয়ে যায়, ওয়েস্ট ইন্ডিজের জেতা কঠিনই হয়ে যাবে, ‘এই পিচে আসলে বলা কঠিন। ২০০ রানের নিচে লক্ষ্য থাকলে আমি বলব সম্ভব। তবে ২০০ ছাড়িয়ে গেলে কঠিন হবে।’

লক্ষ্য কত হলে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারবে, সেটি না বলা গেলেও এই টেস্ট আদৌ চার দিনে গড়াবে কি না, ডাউরিচের সংশয় আছে, ‘একটা সম্ভাবনা আছে (কাল খেলা শেষ হয়ে যাওয়ার)। এটা নির্ভর করবে কাল সকালে আমরা কীভাবে শুরু করি। যদি দ্রুত ওদের গুটিয়ে দিতে পারি, হ্যাঁ তবে কালই আমরা শেষ করার চেষ্টা করব।’

ঠিক উল্টো চিন্তাটাই যে বাংলাদেশ করছে, সেটি বোঝা গেল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের সুবাদে, ‘আমরা তো এখনো অলআউট হইনি। আমরা ভালো খেলতে পারলে আমাদের স্কোর ৩০০-৩৫০ হতে পারে! আবার অল্প রানেও অলআউট হয়ে যেতে পারি। যদি বড় স্কোর হয়, তাহলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।’