ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন: হাসানাত আব্দুল্লাহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

পার্বত্য শান্তিচুক্তির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি বলেছেন ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। জঙ্গীবাদ, রাজাকার, সন্ত্রাসবাদীদের ভোট দিলে কেউ নিস্তার পাবে না। আমার শেষ জীবনে এসে আপনাদের অনুরোধ করছি, আপনারা স্বাধীনতা বিরোধীদের ভোট দিবেন না। ওদের ভোট দিলে স্বাধীনতা বিরোধীদের গাড়িতে আবার জাতীয় পতাকা উড়বে। স্বাধীনতার জন্য জীবন দানকারী সকল শহীদ, মা বোনদের ইজ্জত কলঙ্কিত হবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকারের আমলে ২১ হাজার নেতাকর্মী হামলা, মামলা ও গুম-খুনের শিকার হয়েছিল। এই সরকারের আমলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং বিএনপি কোন নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়নি ।

সোমবার বিকেলে উজিরপুর উপজেলা হলরুমে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, জেবুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের নৌকা প্রাতীকের প্রার্থী মোঃ শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গোলাম ফারুক, সৈয়দা রুবিনা আক্তার মেরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালে মঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেন ছানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান প্রমূখ।

যুবদল নেতা আনিস সরদারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।