ঐ ফুল বাগানে – তুলোশী চক্রবর্তী

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঐ ফুল বাগানে

– তুলোশী চক্রবর্তী

দেখো কতো ফুল দুলছে ঐ ফুল বাগানে

ফুলের মধু খেতে দুরদুরান্তের ভ্রমরেরাও এখানে,

চারিদিকটা ভরে আছে ফুলের সুবাসে

প্রতিটি কোন ছেয়ে গেছে ঘন সবুজ ঘাসে,

সপ্তরঙ্গা প্রজাপতি খেলছে কতো নেচে নেচে

রাজপথটা মিশে যেনো এখানেতেই এসে,

সেথায় রং বেরঙ্গের বহু ফুলের সমাহার

নিজের রুপের প্রতি তাদের কারো নেইযে অহংকার,

রথে চড়ে আসুক হেথায় আমার হৃদয় যিনি

যাকে দিতে গেঁথেছি বেলিফুলের মালা খানি,

এ বাগান হয়ে উঠুক স্বর্গের নন্দনকানন