এসএসসির ফল প্রকাশ ৬ মে

লেখক:
প্রকাশ: ৬ years ago

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে ৬ মে সোমবার। এ দিন সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে ফলাফল তুলে দেওয়া হবে।

অন্যান্য বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দিতেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এবার প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার অনুমতি নিয়ে এ ফল প্রকাশ করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। সে অনুযায়ী আগামী ৯ মে এসএসসি পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। তবে এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে।