 
                                            
                                                                                            
                                        
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রের তীর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হিমছড়ির আর্মি ক্যাম্প পয়েন্টস্থ সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ মরদেহটি সাগরের তীরে ভেসে আসে। সাগরে মাছ ধরতে গিয়ে রোববার ভোরে ১৬টি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় সর্বশেষ নিখোঁজ ১৬ জনের মাঝে গত ১২ জুন ইনানী ও সী-ইন পয়েন্টে পাওয়া দুজনের মরদেহ জেলেদেরই বলে ধারণা করা হচ্ছে। আর বৃহস্পতিবার হিমছড়িতে পাওয়া মরতেদহটিও নিখোঁজ জেলেদেরই একজন হতে পারে।