 
                                            
                                                                                            
                                        
সজল একজন শিক্ষিত পজিটিভ মনের মানুষ। সে সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি অসঙ্গতি দূর করে সুন্দর একটি স্বদেশের স্বপ্ন দেখে।
ঘটনাক্রমে মতুর্জাকে টার্গেট করে সজল কিছু সামাজিক ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালায়। এসব ঘটনায় মতুর্জা রেগে যান। একমাত্র মেয়ে আনিতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এমনই চলতে থাকে নাটকের গল্প। নাটকটি পরিচালনা করেছেন মামুন খান আর রচনা করেছেন মঞ্জুর রহমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা রিয়াজুল রিজু, আরফান নিশো, নাদিয়া নদী ও ফারজানা রিক্তা।