আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় সংগঠন অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। আগে সংস্থাটির চেয়ারম্যান ছিলেন ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইলান গল্ফাজন। সম্প্রতি এ সিদ্ধান্ত হয়েছে।
এএফআই হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বব্যাপী সাধারণ মানুষকে আর্থিক খাতে অন্তর্ভুক্ত করার বিষয়ে কাজ করছে। বর্তমানে ৯১টি দেশের ১০৪টি প্রতিষ্ঠান এর সদস্য। বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের প্রসারে ভূমিকার জন্য ২০১৪ সালে সংস্থাটি বাংলাদেশ ব্যাংককে পুরস্কৃত করে।
এএফআই বাংলাদেশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক এ সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গভর্নর; যা আমাদের জন্য গর্বের।’