লোক মারফত খবর পেলাম
তোমার চোখে চশমা লেগেছে!
পাওয়ার কত?
কী ফ্রেম?
কালো না কার্বন?
তোমার মায়াময় শ্যামল মুখাবয়বে
কার্বনটাই বেশ মানাবে।
শান্ত, ধীর, রহস্যময়ী নারী
যেন পেন্সিলে আকা পরী:
আমি বেশ অনুমান করতে পারি।
জানো চশমাটাকে আমার
বড্ড হিংসা হয়,
ডাক্তার একটি কলমের খোঁচা দিল,
নিমিষেই চশমাটি তোমার হয়ে গেল!
ভালবেসে বসে গেল
তোমার নাকের ডগায়!
যা আমার হয়নি হায়
আজীবন তপস্যায়।
পুনর্জন্ম যদি পাই,
বিধাতার কাছে চাইবো প্রার্থনায়
সে যেন বর দেয় আমায়,
চশমা হয়ে ঠাঁই যেন পাই,
তোমার নাকের ডগায়,
ভালোবাসায় ভালোবাসায়।।