সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলায়- ভোলার চরফ্যাশনে উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এ টাওয়ার থেকে আশপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে।
এর ফলে পর্যটক বাড়বে বলে আশা করছে এলাকাবাসী। এ টাওয়ার এলাকার চিত্র বদলে দেবে বলেও আশা করছেন তারা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৯ তলা বিশিষ্ট ২১৫ ফুট উচ্চতার এ টাওয়ারে দাঁড়িয়ে দক্ষিণের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে।
সবুজের বুক চিরে নদীর ঢেউ, চর কুকরি-মুকরি ও বঙ্গোপসাগরের বিরাট অংশে চোখ জুড়াবে। পর্যটকদের জন্য টাওয়ারের কাছেই সুইমিংপুল আর হেলিপ্যাড সুবিধাসহ থাকছে বিলাসবহুল রেস্ট হাউস।
দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা থেকে প্রায় ৮০ কিলোমিটার পথ পেরিয়ে চরফ্যাশন। সেখানেই নির্মাণ করা হয়েছে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ‘জ্যাকব টাওয়ার’।