নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্পিনিং মিলের এক নারী শ্রমিককে পরিত্যক্ত ইটাভাটায় আটকে রেখে ধর্ষণের দায়ে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সাতদিন পর শনিবার ভোরে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের চৌঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল-আমিন ওই এলাকার আফাজউদ্দিন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, বিনাইরচর ছাবেদ আলী স্পিনিং মিলের ওই নারী শ্রমিক গত ৫ মে রাত্রীকালীন শিফটে কাজে যাওয়ার জন্য উপজেলার সাথী সিনেমা হলের সামনে প্রতিষ্ঠানের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আল আমিন তাকে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে বাঘানাগর খোরশেদ হাজীর পরিত্যক্ত ইটভাটার একটি কক্ষে আটকে রেখে একাধিক বার ধর্ষণ করেন।
তিনি আরও জানান, এর পরের দিন ৬ মে রাত একটার দিকে পথচারীরা নির্যাতিতা নারীর চিৎকার শুনে ইটভাটায় গেলে আল-আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পথচারীরা ওই নারীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে ৭ মে রাতে নির্যাতিত ওই শ্রমিক আল-আমিনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।