বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।
আজ (সোমবার) বেলা দেড়টার দিকে তিনি বিএসএমএমইউতে ওবায়দুল কাদেরের খোঁজখবর নেন। চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে দেবী শেঠী সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ওবায়দুল কাদেরের স্ত্রীর দিকে তাকিয়ে দেবী শেঠী বলেন, ‘ইউর হাজব্যান্ড ইজ লাকি।’ এখানে যে চিকিৎসা করা হয়েছে এর চেয়ে বেশিকিছু করার নেই। তিনি এখন সেভ পজিশনে আছেন।
এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুল নেসা কাদের বলেন, ‘ডাক্তার বলেছেন উনার অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আমার আর কিছু চাওয়ার নেই।’