ইউটিউবে শাহাজাহান সোহাগের ‘এলোরে এলো বৈশাখ'(ভিডিও)

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাঙালি প্রাণের আমেজ ফিরে পায় বৈশাখে। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ গান, কবিতাসহ নানা আয়োজনে মেতে থাকে সবাই। আবার অন্যদিকে অডিও কোম্পানি ও সঙ্গীত শিল্পীরা উপহার দেন বৈশাখের নতুন নতুন গান।

ঠিক তেমনটি এবার পহেলা বৈশাখে এসেছে ‘এলোরে এলো বৈশাখ’ শিরোনামে একটি গান। বিনোদন সাংবাদিক আকাশ নিবিরের লেখা ও সুরে গানটি গেয়েছেন শিল্পী শাহাজাহান সোহাগ।

গানটির মিউজিক পরিচালনা করেছেন ডালিম মাহমুদ ও আলী আকতার রুনু। গানটি ডিটিভি এইচ.ডির ইউটিউব চ্যানেলের ব্যানারে পহেলা বৈশাখ থেকে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত শাহাজাহান সোহাগ ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’ খ্যাত লুৎফর হাসানের সুরে প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী ছোট’ শিরোনামে কাজ দিয়ে গানের জগতে পা রাখেন। এরপর নজরুল, রবীন্দ্র সংগীতসহ প্রায় ১৫০ গানের সঙ্গে কাজ করেন তিনি।

গান গাওয়ার পাশাপাশি তিনি এনটিভি’র ‘মেট্রো লাইফ’ ধারাবাহিক ও আরভিতে মোশারফ করিম অভিনীত ‘বায়েস্কোপ ওয়ালা’ নাটকসহ অনেক নাটক পরিচালনা করেছেন।