ইংলিশ বোলিং তোপে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ৩ years ago

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমনিতেই সবার সমীহ অর্জন করছিলো বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ কেমন শুরু হলো বাংলাদেশের? ইংলিশ বোলারদের তোপের মুখে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের যুবারা।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে শুরু থেকেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের কোনো ব্যাটার।

আইচ মোল্লাহ’ই কেবল দুই অংকের ঘর স্পর্শ করেন। তিনি আউট হন ১৩ রান করে। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ফাহিম ১ রান করে রানআউট হয়ে যান। আশিকুর জামান আউট হন ৯ রান করে এবং ৫০ রানের মাথায় ৭ম ব্যাটার হিসেবে আউট হন আবদুল্লাহ আল মামুন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ২৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫০ রান। এসএম মেহেরব ব্যাট করছেন ১৪ রান নিয়ে। তার সঙ্গী অধিনায়ক রাকিবুল হাসান নেমেছেন মাঠে।