আহত কনস্টেবলকে হেলিকপ্টারে ঢাকা পাঠালেন বরিশাল রেঞ্জ ডিআইজি

লেখক:
প্রকাশ: ৬ years ago

গত ২৮ নভেম্বর বরিশাল জেলা পুলিশের বার্ষিক ফায়ারিং চলাকালিন খুলনায় শিরোমনিতে পুলিশ সদস্য নায়েক মোঃ আবু মুসা ফায়ার করার সময় পিস্তলের সমষ্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা কালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার শরীর ভেদ করে বাহির হয়।গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে ঢাকায় নেওয়ার কথা বলেন।এই সংবাদটি পাওয়া মাত্র ‘বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃশফিকুল ইসলাম বিপিএম পিপিএম ব্যক্তিগত উদ্যোগে ঢাকা থেকে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা সি এম এইচ হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করেন এবং সুচিকিৎসার জন্য ডাক্তারদের সাথে কথা বলেন।

বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃশফিকুল ইসলাম বিপিএম পিপিএম মহোদয়ের এই মহানুভবতা বরিশাল রেঞ্জ পুলিশের মাঝে আলোচনার সাড়া ফেলেছে।
তিনি গুরুতর আহত নায়েক আবু মুসার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।