নারায়ণগঞ্জের ফতুল্লায় জয়নাল আবেদীন টুটুলের ব্রাজিল-বাড়ি’র পর এবার যশোরের চৌগাছায় নিজের বাড়ি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিল বাড়ি’ নাম দিয়েছেন ভক্ত জামির হোসেন।
আর এটি যেন-তেনভাবে নয়, রীতিমতো আর্টিস্ট দিয়ে বাড়িটির সদরে বাংলা এবং ইংরেজিতে ‘ব্রাজিল বাড়ি’ আর্ট করিয়েছেন তিনি। তার এই ব্রাজিল বাড়ি চৌগাছা উপজেলা শহরের চৌগাছা-কোঁটচাদপুর সড়কের ইছাপুর বটতলায়। যা পথচারীদের মুগ্ধ করছে।
জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও তার নিজের দ্বিতল বাসভবনটি নিচতলায় ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস। আর দোতলায় জামির থাকেন তার পরিবার নিয়ে।
চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেলের শো-রুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শো-রুম রয়েছে জামিরের। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুটবলপ্রেমী এই ব্যক্তি ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন।
জামির হোসেন বলেন, আমি ফুটবল ভালোবাসি। আমার ভালোবাসার দল ব্রাজিল। তাই ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। ইচ্ছা আছে সুযোগ পেলে কোনো একদিন ব্রাজিল গিয়ে বেড়িয়ে আসব।