শিল্পী আসিফ আকবর সোশ্যাল মিডিয়ায় সরব। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে তার মতামত নির্দ্বিধায় তুলে ধরেন। ডিম এখন চড়া দামে কিনতে হচ্ছে। এ বিষয়েও সরব এই শিল্পী। তবে এবার ডিম নয়, ডিম বিক্রেতাকে নিয়ে লিখেছেন আসিফ আকবর।
এই শিল্পী লিখেছেন: ‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগীর ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিলে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে প্রহরী নাই, এ সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম। কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম। এক পর্যায়ে বললো- স্যার মাস্কটা খুলেন। একটা নাম্বার দিলো। কল দিলাম। বললো- স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার। ছবিটা পাঠাই দিয়েন।’
‘কাওসার বোকা ছেলে। না হলে কি আমার মতো রমণীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’ লিখেছেন আসিফ।
তিনি আরো লিখেছেন: ‘ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিম এখন সোনার ডিম হয়ে গেছে। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল। চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে। ভালোবাসা অবিরাম।’