আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, বিশ্ব অটিজম দিবসে জেলা প্রশাসক বরিশাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

অটিজম একটি মস্তিষ্ক জনিত অসুখ। অটিজম আক্রান্ত শিশুদের সামাজিক জীবনে সুস্থ ভাবে বাঁচার অধিকার রয়েছে। আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, বিশ্ব অটিজম দিবসে জেলা প্রশাসক বরিশাল।

সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার এই স্লোগান নিয়ে আজ ২ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ বরিশাল এর আয়োজনে।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি রোড জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদফতর বরিশাল, মোঃ সাব্বির ইমাম, ডেপুটি সিভিল সার্জন বরিশাল, ডঃ মোঃ মাহমুদ হাসান, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, এ,কে,এম,আখতারুজ্জামান তালুকদার, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা, আনোয়ার জাহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু,। সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আলমামুন তালুকদারসহ আরো অনেকে অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজ সেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় বরিশাল, জাবির আহমেদ এবং উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) বরিশাল, ফারজানা রহমান।