
আফগানিস্তানের দুইটি প্রদেশে তালেবানের সঙ্গে তীব্র লড়াইয়ে ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার।
নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্তকর্তা বাদঘিস প্রদেশে পুলিশের ঘাঁটিতে হামলায় মারা যান।
সোমবারের ওই হামলার সময় অনেক তালিবান বিদ্রোহীও নিহত হয়। তবে সংঘর্ষের পরপর হতাহতদের সরিয়ে নেয়ায় সংখ্যা জানা যায়নি।
অন্যদিকে ফারাহ প্রদেশে তালিবানের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য নিহত হন। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয় তালিবান।
গত কয়েকমাস ধরে আফগানিস্তানের ফারাহ ও বাদঘিস প্রদেশে নিরাপত্তা বাহিনী ও তালিবানের মধ্য তীব্র সংঘর্ষ চলছে।