আদম পাচার নিয়ে ‘বউয়ের বিদেশ যাত্রা’

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

জিয়াউদ্দিন আলমের কাহিনি ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘বউয়ের বিদেশ যাত্রা’। আদম পাচারকারীদের গল্পে নির্মিত নাটকটি প্রকাশিত হয়েছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসাইন দিল।

‘বউয়ের বিদেশ যাত্রা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসাইন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুলসহ অনেকে।

 

নাটকটির আবহ সঙ্গীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্রগ্রহণ করেছেন আমীর হামজা, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক।

৯ জুলাই প্রকাশের পর থেকে গেল দুদিনে নাটকটিরর ক্লিপ লেজান ভিশনের ফেইসবুক পেইজে ৫ লিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন।

এ প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, এটি জামিলকে নিয়ে আমার ৪ নম্বর প্রোডাকশন। এর আগে প্রবাসী ও মধ্যবিত্ত নিয়ে ৩টি নাটক রিলিজ হয়েছে, সেই নাটকগুলো দর্শকপ্রিয় হয়েছে। আশা করি সেই ধারাবাহিকতায় ‘বউয়ের বিদেশ যাত্রা’ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।