আট জেলায় নতুন এডিসি

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

আট জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে আট সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সারকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), সিলেটের গোয়াইঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিককে রাজবাড়ীর এডিসি, বান্দরবানের আলীকদমের ইউএনও আতাউল গনি ওসমানীকে কক্সবাজারের এডিসি, মৌলভীবাজার কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান মামুনকে সিরাজগঞ্জের এডিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিককে চাঁদপুরের এডিসি, কক্সবাজারের পেকুয়ার ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীকে বান্দরবানের এডিসি, মৌলভীবাজারের জুড়ীর ইউএনও লূসিকান্ত হাজংকে বরিশালের এডিসি এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনকে রাজশাহীর এডিসি হিসেবে পদায়ন করা হলো। বিধি অনুযায়ী এই আট কর্মকর্তাকে নিজ অধিক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।