আগামীকাল বরিশালে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালসহ ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজসমূহে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রে জানানো হয়, দেশের ৮ বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে গণমাধ্যমে প্রেরিত পত্রে জানানো হয়।