 
                                            
                                                                                            
                                        
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সেটা আবার ফিরে এসেছে। আওয়ামী লীগ যদি কখনো ফিরত তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না। এ ছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না, সেটা চূড়ান্ত হয়ে গেছে গত ৫ আগস্ট। ফ্যাসিবাদ থেকে যারা উৎখাত হয়েছে, তারা ক্রমেই ইতিহাসে নিগৃহীত হয়েছে। আওয়ামী লীগের পরিণতিও একই হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জার্মানি ও ইতালির উদাহরণ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, পৃথিবীতে নাৎসি পার্টি ও মুসোলিনি পার্টি যে ক্যাটাগরির, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগও সেই ক্যাটাগরির। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে বা পরে আর কোনোভাবে ফেরার সুযোগ নেই।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই, এই ফ্যাসিবাদ যেন অন্য কোনো ফর্মে পুনর্বাসিত না হতে পারে। ফ্যাসিবাদ বিভিন্ন ফর্মে আসতে পারে, ফ্যাসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে, সমাজকাঠামোতেও থাকতে পারে, অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে। ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে, এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে স্মরণসভায় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম বক্তব্য দেন।