আ.লীগের সংসদীয় দলের সভা বুধবার

লেখক:
প্রকাশ: ২ years ago

একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের ৫ম সভা আগামী বুধবার অনুষ্ঠিত হবে। এ দিন রাত সাড়ে সাতটায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত হয়। সেখানে দলের জনপ্রতিনিধির নিয়মিত জনসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত দলীয় এমপিদের জানাতে সংসদীয় দলের বৈঠক করা হবে বলে সেদিন নেতাদের জানান দলটির সভাপতি শেখ হাসিনা।

এর আগে, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়।