অসদাচরণে রনির জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago
Bangladesh cricketer Abu Hider (2R) reacts as his teammate Taskin Ahmed (R) looks on after the dismissal of the Zimbabwe cricketer Richmond Mutumbami during the fourth T20 cricket match between Bangladesh and Zimbabwe at the Sheikh Abu Naser Stadium in Khulna on January 22, 2016. AFP PHOTO/ Munir uz ZAMAN / AFP / MUNIR UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজে ফিরিয়েছে সমতা। স্বস্তির এই জয়ের পরেও অস্বস্তির খবরও রয়েছে দলের তরুণ পেসার আবু হায়দার রনির জন্য।

ম্যাচের ১৪তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাটসম্যান রোভম্যান পাওয়েলকে অসংযত ভাষায় কড়া কথা শোনানোর কারণে রনির ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে রেখেছে আইসিসি। ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়ারই তাকে সতর্ক করে দিয়েছিল।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রড তাকে ডেকে পাঠালে নিজের দোষ স্বীকার করে নেন রনি। ফলে কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। শুধু ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিয়েই বেঁচে গেছেন রনি। নামের পাশে যোগ হয়নি কোন ডিমেরিট পয়েন্ট।