বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

 

আবুজর মো. ইজাজুল হক বলেন, আদালত চলাকালীন সময় অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ট্রলারের মালিক আকিব জাভেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়, সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।