অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কা

লেখক:
প্রকাশ: ২ years ago

ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৩ সালের ২১ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। রোববার (২২ জানুয়ারি, ২০২৩) এই নিষেধাজ্ঞার কথা জানায় সংস্থাটি।

এই নিষেধাজ্ঞার ফলে শ্রীলঙ্কা ফুটবল দল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা কিংবা ফুটবলে অংশ নিতে পারবে না, যতোদিন না তাদের নিষেধাজ্ঞা উঠে যায়।

 

মূলত শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। গেল ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠে। আর সেটার পরিপ্রেক্ষিতেই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় ফিফা।

নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কার ফুটবল কর্মকর্তাগণ।