অনশন ভাঙল সালমানের খুদে ভক্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড তারকা সালমান খান পাঁচ বছরের দণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ায় অনশন শুরু করেছিল তারএক খুদে ভক্ত।

শনিবার ওই মামলায় জামিন পাওয়ায় এবার হাসি ফুটেছে তার মুখে। ৬ বছর বয়সী দিল্লীর বাসিন্দা অনিয়া অনশন ভেঙে খাবারও খেয়েছ।

টাইমস অব ইন্ডিয়াকে এ খবর জানিয়েছেন তার বাবা-মা। তারা বলেছেন, সালমানের কারাদণ্ডের রায়ে খুব বিষাদগ্রস্ত হয়ে পড়ে তাদের সন্তান। কান্নাকাটি করে সে জানায়- সালমান মুক্তি না পাওয়া কিছু খাবেও না স্কুলেও যাবে না সে।

তবে প্রিয় তারকার জামিনে মুক্তি পাওয়ার পরই সে স্বাভাবিক হতে শুরু করে বলে তারা জানান।

গত বৃহস্পতিবার ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় যোধপুরের আদালত।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে ও সাইফ আলি খান।

ওই মামলায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সালমানের জামিনের আবেদনের বিষয়ে শুনানি শুরু হয়। দীর্ঘ সময় শুনানি শেষে বিকেলে সালমানের জামিন মঞ্জুর করে রায় দেন বিচারক  রবীন্দ্র কুমার যোশি।

১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে।

কৃষ্ণসার হরিণ ভারতের বিশনয় সম্প্রদায়ের মানুষের কাছে পূজনীয় প্রাণী। তারা এই হরিণের পূজা করেন। সালমান খানের যাতে সাজা হয় সেজন্য দীর্ঘদিন ধরে এই মামলার পেছনে লেগে ছিলেন বিশনয় সম্প্রদায়ের মানুষ।