ঘরের মাঠে ক্রিকেট হলে দেশ উৎসবের আমেজে মাতে। ক্রিকেট নিয়ে শুরু হয় ভক্তদের নানা পরিকল্পনা। টাইগারদের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় করেন ভক্তরা। তবে দেশের বাইরে খেলা হলেও মাশরাফি-সাকিবরা এখন মিরপুরের আবহ হন।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রে টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ। প্রবাসীরা বাংলাদেশকে সেখানেও মিরপুরের আবহ এনে দেন। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলে কেনিংটন ওভালে। লাল-সবুজের ভক্তদের উল্লাস-উচ্ছ্বাসে গ্যালারি ছিল মুখরিত।
শুধু বাংলাদেশ কিংবা বাংলাদেশী ভক্তদের মধ্যে নয়, বাংলাদেশ ক্রিকেটের সুবাস ছড়িয়ে পড়েছে সকল ক্রিকেট বিশ্বে। ভিন্ন দেশিরাও পড়েছেন বাংলাদেশের ক্রিকেটের প্রেমে। তেমনই দু’জন ব্রিটিশ নাগরিক অলিভার (ডানে) এবং ড্যানিয়েল। বাংলাদেশের ক্রিকেটের বেশ খোঁজ-খবর রাখেন তারা।
বাংলাদেশ দলের ক্রিকেটাররাও তাদের প্রিয় ক্রিকেটারের তালিকায় আছেন। তাই তারা দু’জন ছুটে আসেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গ পেতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বাংলাদেশ দলের টিম হোটেলে লবিতে। প্রিয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন, ছবি তুলবেন কিংবা অটোগ্রাফ নেবেন এই আশায়।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছবি নিয়ে অপেক্ষা করেন তারা। অলিভারের হাতে ছিল বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের ছবি। বাংলাদেশ দলের জার্সি উন্মোচনের দিন তোলা ছবি নিয়ে হাজির হন ড্যানিয়েল। তাদের নিরাশ করেননি টিম টাইগাররা। সাব্বির রহমানকেই দেখা গেছে হাসি মুখে ভক্তের চাহিদা পূরণ করে অটোগ্রাফ দিচ্ছেন।