সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো: বাইডেন

লেখক:
প্রকাশ: ৪ years ago

দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জয়ের খবর সামনে আসার পর এক টুইট বার্তায় বাইডেন বলেন, ‘ভোট দিক বা না দিক, আমি সবার প্রেসিডেন্ট হবো’।

বাইডেন জয় পেয়ে গেলেও এখনো ভোট গণনা চলছে। তিনি জর্জিয়া ও নেভাডায় এগিয়ে আছেন। এই দুই রাজ্যে জিতলে ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন বাইডেন। ৫৩৮টি ইলেকটোরালের মধ্যে তার দরকার ছিল ২৭০টি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনা ও আলাস্কায় এগিয়ে। সেখানে জিতলে ২৩২ আসন পাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জো বাইডেন ও কমলা হ্যারিস জয় পাওয়ার পরেই টুইটারে দুজনকেই অভিনন্দন জানান তিনি।

ওবামা লেখেন, ‘বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন।’ টুইটের সঙ্গে একটি বিবৃতির ছবিও পোস্ট করেন ওবামা।

এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিতে মোটেও রাজি নন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে তিনি আইনি লড়াইয়ের হুমকি দিয়েছেন। সোমবার থেতে আইনি লড়াই শুরু করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী রুডি জুলিয়ানি।

ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার (৯ নভেম্বর) থেকে আইনি চ্যালেঞ্জ শুরু করবেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এবার ফিলাডেলফিয়াতে অনেক মৃত ব্যক্তি ভোট দিয়েছেন। অভিনেতা উইল স্মিথের মৃত বাবার নামেও ভোট দেয়া হয়েছে। আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।