শারদীয় দুর্গাপূজায় বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ‘পূজোর ভ্যান’।
২৪ অক্টোবর মহাঅষ্টমী পূজার দিন সকাল ১০টা থেকে নগরীর সর্ববৃহৎ মন্দির শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে জানান, প্রতিবছর শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসবের আয়োজন করে পূজোর ভ্যান।
তবে এই বছরে করোনা সংক্রমনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ জানান, এই বছর পূজা উপলক্ষে সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে।
এখান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে সকলেই। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ, করোনা আক্রান্ত দু:স্থ রোগীদের ফল বিতরণ এবং অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।
শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে বলেন, অষ্টমী পূজার দিন ফ্রি চিকিৎসা দেয়া হবে এই মন্দির প্রাঙ্গন থেকে। এতে বহু মানুষ উপকৃত হবে।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রয়েল সিটি হাসপাতাল।